Bhasha24 : ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলেই দেখা যাচ্ছে গেলো গেলো রব! আসল ব্যাপার টা কি? একদল মানুষের উক্তি বাঙালি ও বাংলা ভাষাভাষী দের নাকি ভিন রাজ্য থেকে অকথ্য নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হচ্ছে! শুধুমাত্র তারা বাঙালি বলে, এটাই তাদের অপরাধ! আসলেই কি ব্যাপার টা তা'ই? নাকি আমার মতো'ই আপনার ও মনে হয়েছে কিছু বৃহত্তর রাজনৈতিক অসৎ উদ্দেশ্য সাধনে এগুলো রটানো হচ্ছে মাত্র।
এই বিষয়ে লিখতে গেলে নিরপেক্ষ ভাবে লিখতে হয় যে- বাংলায় একটা সর্বজনবিদিত প্রবাদবাক্য আছে "যাহা রটে, তাহার কিছুটা হলেও ঘটে"..... হ্যাঁ ঠিক'ই লিখছি আমি, ঐ যে বললাম " কিছুটা হলেও ঘটে"... ইদানীং যতোটা বাড়িয়ে চড়িয়ে প্রচার করা হচ্ছে সমস্যা টা কিন্তু টা'ও খারাপ নয়, তবে এটা'ও তো ঠিক যে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক দের অবস্থা খুব একটা ভালো ও নয়!
পরিযায়ী শ্রমিক না হলেও কর্মসূত্রে দীর্ঘ নয় থেকে দশ বছর পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করবার সুবাদে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি এই যে বাংলার বাইরে বিশেষ করে হিন্দি ভাষাভাষী রাজ্য গুলির মানুষেরা সোজা বাংলায় তারা শুধুমাত্র হিন্দি ছাড়া বাকি ভাষাভাষী মানুষদেরকে মুখে না বললেও তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করেন বলে ব্যাক্তিগত ভাবে আমার মনে হয়েছে। আর এর মূল কারন একটা নয় অনেক আছে, সেগুলো নিয়ে নাহয় পরে একদিন লেখা যাবে। এবার আসি আসল কথায় - ফেসবুক, ইউটিউব সহ নানান সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই দেখা যাচ্ছে যে ভারত থেকে অবৈধ বাংলাদেশী সহ সমস্ত অবৈধ ভাবে বসবাসকারী দের চিহ্নিত করে Deport করে দেয়াওয়া হচ্ছে, সত্যি বলতে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ 'ই নয় পুরো ভারতবর্ষ অবৈধ বাংলাদেশীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে এটা অস্বীকার করবার জায়গা নেই, দিল্লির কিছু কিছু এলাকা এমন আছে যেখানে এদের দৌরাত্ম এতোটাই বেশি যে পুলিশ ঢুকতেও ভয় পায়, এরা জায়গায় জায়গায় এক একটা কলোনি তৈরি করে ফেলেছে! বিশেষ করে মহিলারা ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে দেহ ব্যাবসা সবকিছুই করছে। আর এর ফলে প্রতিনিয়ত বদনাম শুনতে হচ্ছে আমাদের মানে আমার আপনার মতো সাধারণ ভারতীয় বাঙালি দের।
আবার আর এইসকল অবৈধ বাংলাদেশী রা ভারতবর্ষে ঢুকে সাধারণ ভারতীয় দের রুজি রুটি তে তো হাত বসাচ্ছে'ই তার সঙ্গে ভারতবর্ষের Politics ও নিয়ন্ত্রণ করছে, এখন'ই এদের রাশ যদি ভারত সরকার নিজের হাতে না নেয় তাহলে এর ফল ভবিষ্যতে ভারতীয় বাঙালি দের ভুগতে হবে বলে ব্যাক্তিগত ভাবে আমার মনেহয়।
যেহেতু পশ্চিমবঙ্গে এই অবৈধ বাংলাদেশীদের সংখ্যা সবচেয়ে বেশি বলে মনে করা হয় সেহেতু এদের একটা বড় অংশ ভারতবর্ষের নাগরিক হওয়ার আশায় আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সবকিছুই তৈরি করে নিয়েছেন তাই এদের মতো ভোটার দের ছেঁকে বার করতে ভোটার তালিকা সংশোধন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে, যেটা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
আর অন্যদিকে ভোটার হারানোর আশঙ্কায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃনমুল কংগ্রেস সরাসরি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, সঙ্গে বাংলাপক্ষ! এখন কোথাকার জল কোথায় কতোটা গড়ায় সেটাই এখন দেখার!