📝 সম্বন্ধে
আমি একজন ভারতীয় বাঙালি, বাংলা ভাষাকে ভালোবাসি, এবং বাংলাভাষীদের জন্য কিছু করতে চাই, মূলত এই ইচ্ছা থেকেই এই ব্লগের জন্ম।
এই ব্লগটি মূলত বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা, প্রযুক্তি, রাজনীতি, ধর্ম, এবং বিনোদন সহ বিভিন্ন বিষয়ভিত্তিক লেখালেখির একটি খোলা মঞ্চ।
আমার লক্ষ্য:
▸ বাংলাভাষী পাঠকদের জন্য তথ্যবহুল ও চিন্তাশীল কনটেন্ট তৈরি করা।
▸ বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা।
▸ জ্ঞানকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আমি গর্বিত যে আমি বাংলা ভাষায় লিখছি। তবে আমি অন্য ভাষার প্রতি বিন্দুমাত্র অসম্মান করি না ভাষা, মত, চিন্তা, সবকিছুতেই পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই আমার মূলনীতি।
এই ব্লগের প্রতিটি লেখা আমার নিজস্ব অভিজ্ঞতা, গবেষণা, এবং ভাবনার ফসল। আশা করি আপনি এখানে এসে কিছু নতুন জানবেন, ভাববে, শিখবেন এবং শেয়ার করবেন।
ধন্যবাদ!